
ম্যানচেস্টার সিটির এখন একমাত্র লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন
Progga News Desk:
চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেক আগেই বিদায় আর ইংলিশ প্রিমিয়ার লিগেও নেই জয়ের সম্ভাবনা । এফএ কাপে টিকে আছে কোনোমতে। ম্যানচেস্টার সিটির এই মৌসুমে এখন একমাত্র লক্ষ্য আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন।
সেই যোগ্যতা কী অর্জন করতে পারবে তারা? লিগে এখন রয়েছে পঞ্চম স্থানে। শেষ পর্যন্ত পাঁচে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে; কিন্তু চেলসি এবং অ্যাস্টন ভিলা রয়েছে তাদের ঠিক পেছনে, এক পয়েন্ট দূরত্বে। লিগে এখনও ৬ রাউন্ড বাকি। আজই সিটি মুখোমুখি হবে এভার্টনের। কোনো কারণে একবার পা হড়কালেই ছিটকে পড়তে হবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা এই মৌসুমটা কোনোমতে কাটানোর পক্ষে। তবে, তার বড় লক্ষ্য আগামী চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা। তাহলে আগামী মৌসুম শুরুর আগে দলটাকে পূনর্গঠন করতে চান বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে। এ জন্য হয়তো অনেক খেলোয়াড় বিক্রি করে দেয়া এবং অনেককে নতুন করে কিনে আনার পদক্ষেপ নিতে হবে তাদেরকে।
কিন্তু যদি কোনো কারণে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত না হয়? সে বিষয়েই ক্লাবকে সতর্ক করে দিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা। বলেছেন, কোনো কারণে যদি চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা না যায়, তাহলে আগামী সৌসুমে দলবদল নিয়ে যে পরিকল্পনা রয়েছে সিটির, সেটা বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে তাহলে আগামী মৌসুমও এবারের মতো খারাপ কাটবে তাদের!
গার্দিওলা আগামী মৌসুমের জন্য যে সব ফুটবলারকে নতুন করে নিয়ে আসার পরিকল্পনা করছেন, দল যদি চ্যাম্পিয়ন্স লিগেই খেলার যোগ্যতা অর্জন না করে, তাহলে তাদেরকে আনা সম্ভব হবে না। গার্দিওলাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা খুব ভালো একটি প্রশ্ন। বিষয়টা নির্ভর করছে আমরা কোন কোন খেলোয়াড়কে চাচ্ছি এবং তাদের হাতে আর কোনো অপশন আছে কি না, তার ওপর।
যদি তাদের কাছে অনেকগুলো অপশন থাকে, তাহলে নিশ্চিত তারা তাকাবে যে দলটা চ্যাম্পিয়ন্স লিগে খেলে, তাদের দিকে। সুতরাং, আমরা চ্যাম্পিয়ন্স লিগে না থাকলে তারা কেন আমাদের দলে আসবে?
ইএসপিএন জানিয়েছে, ম্যানসিটির পরবর্তী লক্ষ্য বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ। কেভিন ডি ব্রুইনের জায়গায় তাকে নেয়ার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন গার্দিওলা। তবে তাকে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখও। এই দুটি দল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলবে নিশ্চিত। সে ক্ষেত্রে ফ্লোরিয়ান উইর্টজ যাবে কোথায়?
পেপ গার্দিওলা বলেন, আমি জানি না। হয়তো খেলোয়াড়রা আসে, আবার কেউ কেউ বলে যে চ্যাম্পিয়ন্স লিগ না হওয়ার কারণে তারা যেতে চায় না। আমি জানি না। পরের মৌসুমের জন্য সম্ভাব্য একজন খেলোয়াড়ের সাথেও কথা বলিনি, তাই আমি এ বিষয়টা নিয়ে এখন কিছুই জানি না।
গত জানুয়ারিতেই ম্যানসিটি ১৮০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড খরচ করে ফেলেছে। আশায় আছে আগামী মৌসুমে আরও কিছু নতুন মুখকে সিটির জার্সিতে নাম লেখানোর। অন্যদিকে কেভিন ডি ব্রুইন নিশ্চিত চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া আরও কিছু সিনিয়র ফুটবলারকে হয়তো ছেড়ে দিতে পারে সিটি।